স্পোর্টস ডেস্ক: কাশ্মীর ঘটনা নিয়ে বেশ উত্তেজিত পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, ভারত কর্তৃক কাশ্মীরের পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করার ভিত্তিহীন ও অযৌক্তিক" অভিযোগের তীব্র সমালোচনা করেছেন তিনি।
দুবাইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা দুঃখজনক।
তিনি কাশ্মীরে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলার ঊর্ধ্বমুখী প্রবণতারও নিন্দা জানান।
আফ্রিদি জোর দিয়ে বলেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা কখনোই সমাধান আনতে পারে না।
আমাদের উচিত সংলাপকে গুরুত্ব দেওয়া কারণ সংঘাত থেকে কেউই লাভবান হয় না।
তিনি খেলাধুলাকে রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে বলেন, ক্রিকেট আমাদেরকে এক করতে পারে, বিভক্ত নয়।