স্পোর্টস ডেস্ক : ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা। পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নিয়ে এবার কড়া বার্তা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি এক সাক্ষাৎকারে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে। -- আজকাল
গাঙ্গুলি বলেন, কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। এটা কোনও রকম ঠাট্টা নয় যে প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ কখনওই বরদাস্ত করা যায় না’।
উল্লেখ্য, বর্তমানে ভারত ও পাকিস্তান শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয়, যেমন টি-টোয়েন্টি, ওয়ান-ডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে। সম্প্রতি, পহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সৌরভ। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের প্রাক্তন অধিনায়ক হিসেবে কড়া অবস্থান নিলেন সৌরভ।
উল্লেখ্য এর আগে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লাও। তিনি জানান, ‘আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই অনুসরণ করব। সরকারের নির্দেশ অনুযায়ী আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং আগামীতেও খেলব না। আইসিসি গোটা পরিস্থিতি নিয়ে অবগত। ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টগুলিতে কী সিদ্ধান্ত নেওয়া সেটা আইসিসি বিবেচনা করে দেখবে। দ্বিপাক্ষিক সিরিজে আমরা অংশ নিই না, তবে আইসিসি টুর্নামেন্টে খেলতে হয় আইসিসির চুক্তির কারণে। তবে পরিস্থিতি বিবেচনা করে আইসিসি এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।