স্পোর্টস ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত ও ১০ জন আহত হওয়ার পর ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। অন্যদিকে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। -- ডেইলি স্টার
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্ল্যাটফর্ম থেকে পিএসএল সংক্রান্ত সবকিছু সরিয়ে ফেলা হয়েছে ফ্যানকোড। এই প্ল্যাটফর্মেই পিএসএলের প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচারিত হয়েছিল।
এই ঘটনার প্রতিবাদে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই কর্মীরা সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। লিগের সম্প্রচারের কাজে বিঘ্ন ঘটতে পারে জেনেও কাজটি করছে পাকিস্তান সরকার।
সন্ত্রাসবাদ-সম্পর্কিত উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছর ধরেই দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। পেহেলগামের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে এখন আরো ভাটা পড়েছে। যার জেরে ঘটে যাচ্ছে অনেক কিছুই।