স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। চলতি বছরের এটি টাইগার যুবাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। শনিবার (২৬ এপ্রিল) মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত যুব এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় করে তারা। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করেছেন খেলোয়াড়েরা।
সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হক তামিম। দলের স্বার্থে এসএসসি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মারকুটে ওপেনার জাওয়াদ আবরার। সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প করে দলটি। ২১ এপ্রিল লঙ্কা সফরে যায় তারা।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল। এরপর ১, ৩, ৬ ও ৮ মে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।