স্পোর্টস ডেস্ক: লালকার্ডের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে, অনেক চড়াই উতরাই পেরিয়ে হেতাফের বিপক্ষে জিততে হয়েছে রিয়াল মাদ্রিদকে, এদিন তরুণ তুর্কি আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে রইলো রিয়াল। এই জয়ে তালিকার ২ নম্বরে থাকা রিয়াল পয়েন্টের ব্যবধানটা সাত থেকে নামিয়ে এনেছে চারে। ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭২। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৬।
তবে এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচটিই হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক।
সেই ম্যাচে হার রিয়ালকে ছিটকে দিতে পারে শিরোপা লড়াই থেকে। আর জিতলে বেঁচে থাকবে আশা। তার আগে অবশ্য সেল্তার বিপক্ষে ম্যাচটাও জিতে নিতে হবে রিয়ালকে।