শিরোনাম
◈ কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ সারাদেশে জাতীয় পরিচয়পত্র  সংশোধনে সুখবর ◈ অনিয়ম-দুর্নীতি তদন্তে ১৫ বিচারকের নথি চেয়েছে দুদক ◈ বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়াতে সহযোগিতার আশ্বাস কাতার ফাউন্ডেশনের ◈ কাশ্মিরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ ভারতের ◈ আরাকান সদস্যদের ভিডিও পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়: চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে: দোহায় প্রেস সচিব  ◈ ‌জিম্বাবু‌য়ের কা‌ছে টেস্ট হা‌রের দায় একাই নি‌লেন অ‌ধিনায়ক শান্ত  ◈ পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শনিবার হবে শেষকৃত্য ◈ বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালুর পথে, মে মাসে চূড়ান্ত প্রস্তুতি: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:৫৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌জিম্বাবু‌য়ের কা‌ছে টেস্ট হা‌রের দায় একাই নি‌লেন অ‌ধিনায়ক শান্ত 

‌স্পোর্টস ডেস্ক: দুর্বল জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ভা‌লো খে‌লে‌নি টাইগার সেনারা, বি‌চ্ছিন্নভা‌বে দু একজন ব‌্যাটার রান কর‌লেও কা‌জে আ‌সে‌নি দ‌লের, প্রথম ইনিংসে ৪০ রান করা নাজমুল হাসান শান্ত লড়ে যাচ্ছিলেন দ্বিতীয় ইনিংসেও। কিন্তু চতুর্থ দিন মাঠে নেমে ইনিংস লম্বা করতে পারেননি।

আগেরদিন ৬০ রানে অপরাজিত থেকে এদিন উইকেট বিলিয়ে দিলেন শুরুতেই। বাকিদের মধ্যে জাকের আলি ছাড়া ঠিকঠাক দাঁড়াতে পারেননি কেউই।

এতে লক্ষ্য ছোট হয়ে গেল জিম্বাবুয়ের জন্য। যদিও বোলিংয়ে লড়াই করে বাংলাদেশ। তবে সফরকারীরা ঠিকই জিতে নেয় ৩ উইকেটে। এই হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন শান্ত। নিজের এমন আউটকেই দুষছেন বাংলাদেশের এই অধিনায়ক।  

বাকির অনুপ্রেরণা কিভাবে দেবেন, এই প্রশ্নে শান্ত বলেন, ‘দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে অবশ্যই অনুপ্রাণিত হতে হবে। তবে অনুপ্রেরণা দিয়ে খুব একটা কিছু হয় না আসলে। যে যে জায়গায় ভুল করেছে, সে সেই ভুলটা যেন না করে, সেটা নিয়ে কাজ করতে হবে। আজকের ম্যাচ নিয়ে যদি ব্যক্তিগতভাবে আমাকে কিছু জিজ্ঞেস করেন একজন অধিনায়ক হিসেবে, তাহলে পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতেই (সব কিছু) নষ্ট হয়ে গেছে। 

হারের দায় নিজের কাঁধে নিয়ে শান্ত বলেন, ‘তখন যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২২০ (রানের লিড হতে পারত)। ২২০ রানের বেশি লিড হলে আমরা হয়তো ভালো অবস্থানে থাকতাম, সকালে ব্যাটিংয়ের আগে একটা আলাপচারিতাতেও কিন্তু আমি এটা বলেছি। এই পুরো ম্যাচে সবার দিকে আসলে (অভিযোগ) নিয়ে যেতে চাই না। পুরো দায়ভার আমি নিতে চাই। কারণ, খুব বাজে সময়ে আমি আউট হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়