শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:৫৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌জিম্বাবু‌য়ের কা‌ছে টেস্ট হা‌রের দায় একাই নি‌লেন অ‌ধিনায়ক শান্ত 

‌স্পোর্টস ডেস্ক: দুর্বল জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ভা‌লো খে‌লে‌নি টাইগার সেনারা, বি‌চ্ছিন্নভা‌বে দু একজন ব‌্যাটার রান কর‌লেও কা‌জে আ‌সে‌নি দ‌লের, প্রথম ইনিংসে ৪০ রান করা নাজমুল হাসান শান্ত লড়ে যাচ্ছিলেন দ্বিতীয় ইনিংসেও। কিন্তু চতুর্থ দিন মাঠে নেমে ইনিংস লম্বা করতে পারেননি।

আগেরদিন ৬০ রানে অপরাজিত থেকে এদিন উইকেট বিলিয়ে দিলেন শুরুতেই। বাকিদের মধ্যে জাকের আলি ছাড়া ঠিকঠাক দাঁড়াতে পারেননি কেউই।

এতে লক্ষ্য ছোট হয়ে গেল জিম্বাবুয়ের জন্য। যদিও বোলিংয়ে লড়াই করে বাংলাদেশ। তবে সফরকারীরা ঠিকই জিতে নেয় ৩ উইকেটে। এই হারের দায় নিজের কাঁধেই নিচ্ছেন শান্ত। নিজের এমন আউটকেই দুষছেন বাংলাদেশের এই অধিনায়ক।  

বাকির অনুপ্রেরণা কিভাবে দেবেন, এই প্রশ্নে শান্ত বলেন, ‘দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে অবশ্যই অনুপ্রাণিত হতে হবে। তবে অনুপ্রেরণা দিয়ে খুব একটা কিছু হয় না আসলে। যে যে জায়গায় ভুল করেছে, সে সেই ভুলটা যেন না করে, সেটা নিয়ে কাজ করতে হবে। আজকের ম্যাচ নিয়ে যদি ব্যক্তিগতভাবে আমাকে কিছু জিজ্ঞেস করেন একজন অধিনায়ক হিসেবে, তাহলে পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতেই (সব কিছু) নষ্ট হয়ে গেছে। 

হারের দায় নিজের কাঁধে নিয়ে শান্ত বলেন, ‘তখন যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে ২২০ (রানের লিড হতে পারত)। ২২০ রানের বেশি লিড হলে আমরা হয়তো ভালো অবস্থানে থাকতাম, সকালে ব্যাটিংয়ের আগে একটা আলাপচারিতাতেও কিন্তু আমি এটা বলেছি। এই পুরো ম্যাচে সবার দিকে আসলে (অভিযোগ) নিয়ে যেতে চাই না। পুরো দায়ভার আমি নিতে চাই। কারণ, খুব বাজে সময়ে আমি আউট হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়