শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ডিপিএলে আবাহনী ও রূপগ‌ঞ্জের জয়, সৌম্যর দেড়শ, দল হার‌লেও বিজয়ের সেঞ্চু‌রি

স্পোর্টস ডেস্ক ; সৌম‌্য সরকার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি দেড়শ রানের ইনিংসের মালিক এখন বাঁহাতি এই ব্যাটার। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা এনামুল হক বিজয় টুর্নামেন্টে আরেকটি শতকের দেখা পেয়েছেন। -- অলআউট স্পোর্টস

সুপার লিগের ম্যাচে বুধবার বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১২ বলে ১৭ চার ও ৬ ছক্কায় ১৫৩ রানে অপরাজিত থাকেন সৌম্য। তার বিধ্বংসী ইনিংসের সুবাদে ১০৩ রানের জয় পায় রূপগঞ্জ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৩৩৩ রান তোলে সৌম্যর দল। জবাবে ৬.৫ ওভার আগে ২৩০ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি ছিল সৌম্যর চতুর্থ দেড়শ ছোঁয়া ইনিংস। এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২০৮ রানের ইনিংসের মালিকও তিনি। সৌম্যর পরের স্থানে থাকা তামিম ইকবালের দেড়শ ছোঁয়া ইনিংস তিনটি।

দিনের আরেক ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি আসরের চতুর্থ সেঞ্চুরি হাঁকান বিজয়। গত ম্যাচে পেশাদার ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০টি শতক হাঁকানোর মাইলফলক স্পর্শ করা এই ব্যাটার এদিন করেন ১০৮ রান। কিন্তু জিততে পারেনি তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনীর দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়ায় তারা অলআউট হয়েছে ২৩৯ রানে। ১০ রানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী।

বিকেএসপির ৩ নম্বর মাঠে দিনের অন্য ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ৭১ ও তাওহিদ হৃদয়ের ৬২ রানের ওপর ভর করে গুলশান ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশানের দেওয়া ২২৫ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে তাড়া করে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়