শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যশপ্রীত বুমরাহ উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক ; ভার‌তের ক্রিকেটার যশপ্রীত বুমরাহ বল হাতে ২০২৪ সালে দাপুটে পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। উইজডেনের ছেলেদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ডের খেতাব পেয়েছেন ভারতের এই পেসার। সূত্র: অলআউট স্পোর্টস

মঙ্গলবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২৫ সালের সংস্করণে বুমরাহকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পূর্ববর্তী বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ডের স্বীকৃতি দেওয়া হয়।

গত বছর বল হাতে দুর্দান্ত পারফর্ম করা বুমরাহ বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে বিশের কম গড়ে ২০০ উইকেট শিকার করার মাইলফলক স্পর্শ করেন। সব মিলিয়ে পুরো বছরে ১৩ টেস্টে ১৪ দশমিক ৯২ গড়ে ডানহাতি এই পেসার শিকার করেন ৭১ উইকেট।

অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে দলকে একাই টেনেছিলেন বুমরাহ। ৯ ইনিংসে ১৩ দশমিক ০৬ গড়ে ৩২ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি।

লাল বলের পাশাপাশি সাদা বলেও দুর্দান্ত ছিলেন ৩১ বছর বয়সী এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তার দুর্দান্ত নৈপুণ্যে ১১ বছর পর আইসিসির কোনো শিরোপা ঘরে তোলে ভারত।

বুমরাহর পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে উইজডেনে লেখা হয়, “ভারতীয় ক্রিকেটের স্মরণীয় বছরটিতে তাদের সফলতার অনেকটাই নির্ভর করেছিল একটি বিষয়ের ওপর, সেটি হলো তার (বুমরাহ) হতে বল ছিল কি না।

বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেন ট্রফি জিতেছেন নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার। টি-টুয়েন্টির বর্ষসেরার পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

অন্যদিকে মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ডের খেতাব পেয়েছেন বুমরাহর স্বদেশি স্মৃতি মান্দানা। গত বছর ব্যাট হাতে তিন ফরম্যাট মিলিয়ে ১ হাজার ৬৫৯ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার, যা মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জীতে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়