শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লেস্টার সি‌টির বিরু‌দ্ধে ক‌ষ্টের জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক ; ‌লেস্টার সি‌টি দুর্দান্ত খে‌লে‌ছে লিভারপু‌লের বিরু‌দ্ধে, কিন্ত জ‌য়ের দেখা পায়‌নি বারবার গো‌লের সু‌যোগ হাতছাড়া হওয়ায়, অ‌নেক ঘাম ঝ‌ড়ি‌য়ে সৌভা‌গ্যের জয় পে‌লো লিভারপুল,  রোববার (২০ এপ্রিল) রা‌তে লেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সি‌টি‌র বিরু‌দ্ধে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচে বদলি নেমে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। আগামী সপ্তাহে টটেনহাম হটস্পারকে অ্যানফিল্ডে স্বাগত জানাবে আর্নে স্লটের দল। ওই ম্যাচটি জিতলেই ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে ফেলবে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচ লিভারপুলের নিয়ন্ত্রণেই ছিল। তবে প্রথম হাফে গোল করতে পারেনি সালাহ-গাকপোরা। দ্বিতীয় হাফেও ডিফেন্স শক্ত রেখে ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল লেস্টাস। ৬৬ মিনিটে কডি গোল করলেও উদযাপন করতে পারেনি স্বাগতিকরা। গোল বিল্ডআপের সময় ডাকা ফাউল করে বসেন লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকারকে।

৭১ মিনিটে ব্রাডলির বদলে মাঠে নামেন আলেক্সান্ডার আর্নল্ড। এরপর আর লিভারপুলকে আটকে রাখতে পারেনি তারা। ৭৬তম মিনিটে ডেডলক ভাঙেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। গোলমুখের সামনে বল পেয়ে বাঁ পায়ের ভলিতে জাল কাঁপান তিনি। তার গোলই ব্যবধান গড়ে দেয়। তবে জার্সি খুলে গোল ‍উদযাপন করার কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে।

৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচ খেলে লিভারপুল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। টানা ৯টি হোম ম্যাচ হেরে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলো লেস্টার। ৩৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে সাবেক চ্যাম্পিয়নরা।  চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে আসা তিন দলই আবারও অবনমনে পড়ে গেল।

এদিকে দিনের এক ম্যাচে উলভসের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর শেষ মুহূর্তে দুই গোল করে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। ইপসউইচ টাউনকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়