শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল

স্পোর্টস ডেস্ক ; আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ এসেছিল ২০২২ সালের মালদ্বীপে দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিসে। এরপর সম্ভাবনা তৈরি করেও শেষমুহুর্তে আর সোনার দেখা মেলেনি। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্ণামেন্টে আবার সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।

রোববার ( ২০ এ‌প্রিল) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ আশাবাদ ব্যস্ত করেন ফেডারেশনে জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসি‌ডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী।      

সম্মেলনে জানানো হয়, ১৮ সদস্যের প্রতিনিধি দল নেপালে যাচ্ছে। অনূর্ধ্ব ১৯ বালক ও বািলকা ৩ জন করে; অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকা ৩ জন করে। এছাড়া ১ জন করে অতিরিক্ত খেলোয়াড় নেয়া হচ্ছে বিকল্প হিসেবে যাদের খরচ ফেডারেশন থেকে বহন করা হচ্ছে। জাতীয় যুব দলের ১৬ জন খেলোয়াড়দের মধ্যে ১১ জনই ঢাকা বিকেএসপির খেলোয়াড় এবং ৩ জন খুলনা বিকেএসপির খেলোয়াড়, ১ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ জন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়। 

অনূর্ধ্ব ১৯ বালক জাতীয় দলের সদস্য হলেন: হাসিব (অধিনায়ক), নাফিজ (সহ-অধিনায়ক), জয় এবং সাগর। অনূর্ধ্ব ১৯ বালিকা জাতীয় দলের সদস্য হলেন খই খই (অধিনায়ক), রেশমি (সহ-অধিনায়ক), ঐশি ( সেনা বাহিনী) এবং হাবিবা। অনূর্ধ্ব ১৫ বালক জাতীয় দলের সদস্য হলেন: মনিরুল (অধিনায়ক), রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রাব্বি (সহ-অধিনায়ক), সোহান এবং শাহীন। অনূর্ধ্ব ১৫ বালিকা জাতীয় দলের সদস্য হলেন রানী (অধিনায়ক), রাফিয়া (সহ-অধিনায়ক), রোজা এবং কেয়া।

খুব স্বল্প সময়ে প্রস্তুতি হলেও বিকেএসপির সহযোগিতায় খুবই ইনসেনটিভ প্রশিক্ষণ হওয়ায় দল নিয়ে খুবই আশাবাদী সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং দেশের একমাত্র লেবেল ৩ কোচ খন্দকার মোস্তফা বিল্লাহ। তিনি হেড কোচ হিসেবে দলের সাথে যাচ্ছেন। টিম লিডার হিসেবে দলের সাথে যাচ্ছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নাসিমুল হাসান কচি। 

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নতুন অ্যাড হক কমিটি দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গেই তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রথম একমি কাপ উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২১ থেকে ২৩ ফেব্রুয়া‌রি ২০২৫। 

বিটিটিএফ এর প্র্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত বিটিটিএফ প্রেসিডেন্ট কাপ উন্মুক্ত র‌্যাং‌কিং প্রাইজমানি টুর্ণামেন্টে আয়োজিত হতে যাচ্ছে। এছাড়া শিগ‌গিরই  আম্প্যায়ার্স রিফ্রেশার্স কোর্স এবং আম্পায়ারর্স বেসিক কোর্স শুরু হতে যাচ্ছে। এছাড়া ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্ণামেন্ট, জাতীয় টেবিল টেনিস টুর্ণামেন্ট এবং ঢাকা টেবিল টেনিস লীগ শরু হবে। 

সাধারণ সম্পাদক জানান, আমাদের পলিসি হচ্ছে ‘ট্রেইন এন্ড টেস্ট’, আমরা বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেব এবং প্রতিযোগিতার মাঠে তাদের উন্নতি পরীক্ষা করবো। ইতিমধে একটি সংগঠন তৈরি হয়েছে ’টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগ’, যার প্রধান কাজ হবে তৃণমূল পর্যায়ে শুদ্ধ টেবিল টেনিস চর্চা নিশ্চিত করা।

আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সামনে দু’টি প্রতিযোগিতা রয়েছে, সৌদি আরবে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস এবং ২০২৬ এর জানুয়ারিতে পাকিস্থানে সাফ গেমস। এই দুটোর জন্য ব্যাপক পরিকল্পা আমরা নিয়েছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়