স্পোর্টস ডেস্ক ; বুন্দেসলিগায় হেইডেনহেইমকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের সুবাস পেতে শুরু করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। হতাশায় মোড়া গত মৌসুমে হেইডেনহেইমের বিপক্ষে ভরাডুবি হয়েছিল মিউনিখের ক্লাবটির। এবার তাদের হারিয়েই শিরোপা পুনরূদ্ধারের পথে ভিনসেন্ট কোম্পানির দল। চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতা ভুলে রেকর্ড ৩৪তম লিগ ট্রফিটি এখন বায়ার্নের সময়ের অপেক্ষা মাত্র।
শনিবার (১৯ এপ্রিল) নিজেদের মাঠে বায়ার্নকে আতিথ্য দেয় হেইডেনহেইম। বাভারিয়ানদের হয়ে গোল করেন কেইন, লাইমার, কোমান ও কিমিখ।
ম্যাচের ১২তম মিনিটে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেইন। সাত মিনিট পর লাইমার ও ৩৬ মিনিটে কিংসলে কোমানের গোলে জয়ের সম্ভাবনা জোরালো হয় বায়ার্নের। প্রথমার্ধে কেইন ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধেও বজায় থাকে বাভারিয়ানদের আধিপত্য। ম্যাচের ৫৭তম মিনিটে প্রতিপক্ষের জালে দলের হয়ে চতুর্থ ও শেষ পেরেকটি ঠুকেন জসুয়া কিমিখ। কোনো গোল না হওয়ায় ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
উল্লেখ্য, ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভিনসেন্ট কোম্পানির দল। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন। সূত্র, যমুনা নিউজ