শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

স্পোর্টস ডেস্ক ; অ‌বিশ্বাস‌্য এক জয় পে‌লো বা‌র্সেলোনা, তিন গো‌লে পি‌ছি‌য়ে দল‌টি এভা‌বে ঘু‌রে দাঁড়া‌বে তা হয়‌তো ভক্ত‌দের কল্পনায়ও আ‌সে‌নি, বার্সা সেটা দে‌খি‌য়ে দি‌লো, স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। যোগ করা সময়ে রাফিনহার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে লিগ শিরোপার রেসে ভালোভাবেই এগিয়ে থাকলো ফ্লিকের দল।

শনিবার (১৯ এপ্রিল) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে সেল্টা ভিগোকে আতিথ্য দেয় বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই লিড নেয় কাতালানরা। ১২তম মিনিটে স্বাগতিক হয়ে প্রথম গোল করেন ফেরান তোরেস। এরপরই, শুরু হয় সেল্টা ভিগোর আক্রমণ। বার্সার গোলরক্ষক শেজনির ভুল কাজে লাগিয়ে প্রথমে গোল শোধ দেন ইগলেসিয়াস। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর খেই হারায় বার্সা। ফ্রেংকি ডি ইয়ংয়ের ভুলে আরও একটি সুযোগ পান ইগলেসিয়াস। ম্যাচের ৬২তম মিনিটে ইগলেসিয়াসের হ্যাটট্রিকে চাপে পড়ে বার্সা।

দুই মিনিট পর ওলমোর গোলে ব্যবধান কমায় কাতালানরা। ফ্লিকের দল সমতায় ফেরে রাফিনিয়ার গোলে। শেষ মুহূর্তে ওলমো নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চাপের মুহূর্তে দায়িত্ব নেন রাফিনহা এবং সফল স্পটকিকে নিশ্চিত করেন ৪-৩ গোলের জয়।

এই জয়ে ৭ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ৩২ ম্যাচে বার্সার ৭৩ পয়েন্টের বিপরীতে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৬। অপরদিকে, ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়