স্পোর্টস ডেস্ক ; বাংলাদেশের রিশাদ হোসেন পিএসএলে দারুণ খেলছেন। অভিষেক ম্যাচে তিন উইকেট শিকারের পর নিজের দ্বিতীয় ম্যাচেও শিকার করেছেন সমান সংখ্যক উইকেট। আর তাতেই বনে গেছেন যৌথভাবে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। -- ডেইলি ক্রিকেট
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে রিশাদ দুর্দান্ত খেলায় তাকে নিয়ে হচ্ছে বেশ আলোচনা। সতীর্থ থেকে শুরু করে কালান্দার্স মালিকের কন্ঠে ঝড়েছে টাইগার এ স্পিনারকে নিয়ে প্রশংসা। এবার রিশাদকে প্রশংসায় ভাসালেন বিসিবির ক্রিকেট অপরেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
বৃৃহস্পতিবার সিলেটে গলমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ প্রসঙ্গে ফাহিম বলেন, 'রিশাদেন সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ভালো খেলেছে এটা ওকে কনফিডেন্স দেবে। দলে ওর জায়গাটা আরেকটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল।
সে তরুণ একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না। বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা ওর নেই। তো আমি আশা করব যে এটাকে ও দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা ওকে অন্য এক রিশাদ হিসেবে পাবো এবং পরিণত এক রিশাদকে আমরা হয়তোবা পাবো।'
প্রসঙ্গত, আপাতত পিএসএলে রিশাদ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। লিটন কুমার দাস পিএসএল খেলতে গেলেও চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছেন। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ পর পেশোয়ার জালমির সাথে যোগ দেবেন নাহিদ রানা।