শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চী‌নে এক‌টি ভব‌নের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক ; গ‌্যাব‌নের তু‌খোড় ফুটবলার চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন, তিনি  মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজা। তার বয়স হয়েছিল ২৮ বছর।

দেশটির ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বুপেন্দজার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দেয়া হয়েছে শোকবার্তাও।

বিবৃতিতে বলা হয়েছে, বুপেন্দজাকে একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে স্মরণ করা হবে, যিনি ক্যামেরুনে আফকন চলাকালীন তার দক্ষতার ছাপ রেখেছিলেন। ফেগাফুট ও গ্যাবনের ফুটবল অঙ্গন তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে গ্যাবনের নবনির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল ব্রাইস ক্লোটেয়ার ওলিগুই এনগুয়েমা বুপেন্দজার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বুপেন্দজাকে ‘একজন প্রতিভাবান সেন্টার ফরোয়ার্ড, যিনি গ্যাবনিজ ফুটবলের জন্য সম্মান বয়ে এনেছিলেন’ হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন চীনের ক্লাব ফুটবলে। চাইনিজ ক্লাব জিজিয়াং এফসির হয়ে খেলছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

বুপেন্দজার ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড। তুর্কি লিগে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে ৮ গোল পেয়েছেন তিনি। ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্সেও (আফকন) দেশের প্রতিনিধিত্ব করেছেন বুপেন্দজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়