শিরোনাম
◈ থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড ◈ বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি ◈ জিত‌লো অ্যাস্টন ভিলা, সেমিফাইনালে গে‌লে্া পিএসজি ◈ ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ ◈ কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ ◈ প্রধান উপদেষ্টার  সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, ইস্যু নির্বাচনী রোডম্যাপ ◈ পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন ◈ কৌশলে রোহিঙ্গার হাতে বাংলাদেশি এনআইডি ◈ ডেই‌লি সান‌কে সা‌কিব; আমার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলে দেশের মাটিতেই অবসর নে‌বো  ◈ এবার গ্রীষ্মে কতটা লোডশেডিং হতে পারে?

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সহজ জ‌য়ে বা‌র্সেলোনা ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক: বা‌র্সেলোনা‌কে আগ‌লে রাখ‌তে পার‌লো না বরু‌শিয়া ডর্টমুন্ড, দুই লে‌গেই দাপটের স‌ঙ্গে জিত‌লো কাতালানরা, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। তবে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারে কাতালানরা। মোট দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৫-৩ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।

 অবশেষে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনা উঠলো ছয় বছর পর। ম্যাচ শুরু হয় বরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল এদুনা পার্কে। ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার ভয়েচেক সেজনির ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজে বার্সেলোনার বিপক্ষে। যে পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। ফলে ম্যাচের প্রথমেই পিছিয়ে পড়ে হানসি ফ্লিকের শীর্ষরা।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-১ থাকায় তখনো অতটা দুশ্চিন্তার কারণ ছিল না বার্সেলোনার। এভাবেই এক গোল খেয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।

বিরতির পর বার্সাকে আরও চাপে ফেলে ডর্টমুন্ড। ম্যাচের ৪৯তম রামি বেনসেবাইনির হেড পাস থেকে হেডে বল জালে জড়ান গিরাসি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-২। তবে ৫৩তম মিনিটেই একটি গোল পেয়ে যায় বার্সেলোনা। ব্যবধান বেড়ে ৫-২ পৌঁছায়।

ম্যাচের ৭৫তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে আরেকটি গোল করেন গিরাসি। স্কোরলাইন ৫-৩ ব্যবধানে এনে সমতার জন্য মরিয়া চেষ্টা ছিল ডর্টমুন্ডের। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেও দুই লেগের স্কোরলাইনে হতাশা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় ডর্টমুন্ডকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়