নিজস্ব প্রতিবেদক ; হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের, শেষ পর্যন্ত হার মানলো পুরান ঢাকার দল রহমতগঞ্জ, ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে ২-১ গোলে ড়হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন বদলি খেলোয়াড় ইনসান হোসেন, অতিরিক্ত সময়ে তার দুর্দান্ত হেড থেকেই জয়সূচক গোল পায় কিংস।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ছিল ১-১ সমতায়। অতিরিক্ত সময়েও প্রথমার্ধে গোল হয়নি।
এরপর ১১২তম মিনিটে রাকিব হোসেনের দুর্দান্ত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে হেডে গোল করেন ইনসান। বসুন্ধরার জার্সিতে এটিই তার প্রথম গোল।
গোলের পর আবেগে ভেসে জার্সি খুলে উদযাপন করেন তিনি, যার ফলে দেখেন একটি হলুদ কার্ড। তবে এমন ম্যাচ নির্ধারণী গোলের পর সেই কার্ড যেন উৎসবেই হারিয়ে যায়!
আগামী ২২ এপ্রিল ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।