শিরোনাম
◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে ◈ স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ ◈ আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা ◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের ‌ক্রিকেট দল আস‌ছে বাংলা‌দে‌শে, খেল‌বে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক ; ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের সবকটি ম্যাচ হবে ঢাকা ও চট্টগ্রামে। তবে সিলেটে হচ্ছে না বাংলাদেশ-ভারতের মধ্যকার সাদা বলের সিরিজের কোনো ম্যাচ। -- ডেই‌লি ক্রিকেট --

আগামী ১৭ আগস্ট প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার চারদিন আগে অর্থাৎ ১৩ আগস্ট ঢাকা আসবে রোহিত শর্মার দল। ২০ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলায়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে, ২৩ আগস্ট।

ওয়ানডে সিরিজ শেষের তিনদিন পর প্রথম টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটিও হবে চট্টগ্রামে। এরপর ঢাকায় ফিরবে দুই দল। আগামী ২৯ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর সিরিজের শেষ ম্যাচটি হবে ৩১ আগস্ট। পরের দিন বাংলাদেশ ত্যাগ করবে ভারত দল।

প্রথমবারের মতো ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটের সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিসিবি। 

বাংলাদেশ-ভারতের মধ্যকার ওয়ানডে সূচি:

প্রথম ওয়ানডে: ১৭ আগস্ট, ঢাকা

দ্বিতীয় ওয়ানডে: ২০ আগস্ট, ঢাকা

তৃতীয় ওয়ানডে: ২৩ আগস্ট, চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ২৬ আগস্ট, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ আগস্ট, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ আগস্ট, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়