শিরোনাম
◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে ◈ স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ ◈ আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা ◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লি‌গে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক: স্প‌্যা‌নিশ লা লিগার টেবিলে নীচের সারির দল রিয়াল ভায়াদোলিদ সমান তা‌লেই ল‌ড়ে‌ছে,  কিন্তু অপেক্ষাকৃত দুর্বল হ‌য়েও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েছিলো ম্যাচের ২১তম মিনিটে। এরপর ম্যাচে ফিরে আতলেতিকো জয় পায় ৪-২ গোলে। তাতে বড় অবদান দলের তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজের।

ম্যাচের ২৫ ও ৭১ মিনিটে জোড়া পেনাল্টি থেকে দুই গোল করেছেন এই আর্জেন্টাইন। অ্যাটলেটিকোর অপর দুটি গোল করেন জুলিয়ান সিমিওনি ও আলেকজান্দার সরলথের।

পেনাল্টি থেকে জোড়া গোলে ইতিহাস গড়েছেন আলভারেসে। অ্যাটলেটিকোর জার্সিতে নিজের অভিষেক মৌসুমে এই আর্জেন্টাইনের গোল ২৫টি, যা এই  শতাব্দীতে ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন আন্তোয়ান গ্রিয়েজমানের ২৪ গোলের কীর্তি। অভিষেক মৌসুমে ৩৬ গোল করে আলভারেসের সামনে কেবল রাদামেল ফালকাও।

রিয়ালের বিপক্ষে আলভারেসের ডাবল টাচ পেনাল্টির জন্য চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছিল অ্যাটলেটিকোকে। সোমবার জোড়া পেনাল্টিতে তিনি গোল করার পর কোচ ডিয়েগো সিমিওনি দুই হাত দিয়ে সেই ডাবল টাচ পেনাল্টির স্মৃতিই স্মরণ করিয়ে ব্যঙ্গ করছিলেন যেন!

এই জয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার তিন নম্বরে অ্যাটলেটিকোর। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০ আর রিয়াল মাদ্রিদের ৬৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়