স্পোর্টস ডেস্ক ; চলতি মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। তবে এখনো পর্যন্ত টিভিতে খেলা দেখবে এমন দর্শকদের জন্য নেই কোনো আশার আলো। বিক্রি হয়নি সম্প্রচার স্বত্ব। এমন পরিস্থিতিতে ভরসা হতে পারে রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ড। -- ডেইলি ক্রিকেট
এমনিতে সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের হোম সিরিজ সম্প্রচারে টি-স্পোর্টস, গাজী টিভিকে দেখা যেতো। তবে সেটা হতো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে বিসিবির চুক্তির মাধ্যমে।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৪ সালের অক্টোবরে শেষ হওয়া সিরিজ দিয়েই সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে নতুন কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডের আর চুক্তি হয়নি।
সিলেটে পুরো বাংলাদেশ দলের অনুশীলন!
একদিকে কিছুটা দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে বিজ্ঞাপন বাজার খুব একটা রমরমা হবে না। এমন ভাবনায় এখনো আগ্রহ দেখায়নি কোনো চ্যানেল।
বিসিবি শেষ পর্যন্ত সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না আপ্রলে বিটিভিতে খেলা দেখানো হতে পারে। যেমনটা অতীতে অনেকবারই হয়েছে। যদিও দেশের ক্রিকেটের এখনকার বাস্তবতায় ব্যাপারটা খুব একটা ইতিবাচক বলার উপায় নেই।
যদিও বেসরকারি কোনো চ্যানেলও যে শেষ পর্যন্ত এগিয়ে আসবে না তা বলার সুযোগ নেই। শঙ্কা নিয়েও শেষ মুহূর্তে সম্প্রচার স্বত্ব বিক্রির নজিরও যে আছে বাংলাদেশ ক্রিকেটে।