শিরোনাম
◈ এলডিপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী ◈ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট এখন পুলিশ! ◈ এনআইডি সার্ভার থেকে অনুমতি ছাড়া তথ্য খুঁজলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির ◈ মেট্রোস্টেশন থেকে মোবাইল চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ◈ এএফ‌সি থে‌কে ২.৫ মিলিয়ন ডলার অনুদান পে‌লো বাফুফে ◈ সহজ জ‌য়ে বা‌র্সেলোনা ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ◈ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, অভিযুক্ত সেই যুবক আটক ◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক নীতা আম্বানীকে সামনে পেয়ে যে আবদার জানালেন

স্পোর্টস ডেস্ক ; আই‌পিএ‌লে ৫ বা‌রের চ‌্যা‌ম্পিয়ন মুম্বাই ইন্ডয়ান্স চলতি আইপিএলের শুরু থেকেই ধুঁকছে। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয়ের দেখা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা। দলের এমন পারফরম্যান্সে হতাশ মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকেরা। তাই দলটির কর্ণধার নীতা আম্বানীকে সামনে পেয়ে রোহিত শর্মাকে আবার দলের অধিনায়ক করার অনুরোধ জানিয়েছেন এক সমর্থক।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে শিরডী সাইবাবার মন্দিরে গিয়েছিলেন নীতা। মন্দিরের বাইরে তার সঙ্গে দেখা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের এক সমর্থকের। নীতাকে সামনে পেয়ে সেই সমর্থক হাতজোড় করে অনুরোধ করেন, ‘দয়া করে রোহিতকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনুন।

দলের সমর্থকের এমন আবদার শুনেও মেজাজ হারাননি নীতা। হাসিমুখেই সেই সমর্থককে বলেন, ‘সবই বাবার (সাইবাবা) ইচ্ছা।’ নীতার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকের কথা বলার সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, ঘটনাটি দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে। রোববারের (১৩ এপ্রিল) সেই ম্যাচেই দ্বিতীয় জয় পেয়েছেন হার্দিকেরা। 

উল্লেখ্য, আইপিএলের গত মওসুমে রোহিত শর্মাকে সরিয়ে বরোদার অলরাউন্ডারকে অধিনায়ক করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। সেবারের আইপিএলেও পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ভাল হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়