স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় জিততে প্রচুর ঘাম ঝড়াতে হলো রিয়ালের। প্রতিপক্ষ আলাভেসও দুর্দান্ত পারফরম করেছে এদিন, রোববার (১৩ এপ্রিল) রাতে আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও পয়েন্ট হারানোর শঙ্কায় ভুগছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচের প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার কল্যাণে রক্ষা পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচের ৩৮ মিনিটে লাল কার্ড দেখে কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার মাঠত্যাগে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।
পরে অবশ্য আলাভেসের সানচেজও লাল কার্ড দেখলে বেশিক্ষণ ভুগতে হয়নি আনচেলত্তির শিষ্যদের। তবে নাটকীয়তায় ভরপুর ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়ালই। কামাভিঙ্গার করা একমাত্র গোলটিই পার্থক্য গড়ে দিয়েছে।
এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা। লিগে এখন দুই দলেরই বাকি আছে ৭ ম্যাচ করে।