শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:৫০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান সুপার লি‌গের অভিষেকেই ‌রিশাদ হো‌সে‌নের ৩ রেকর্ড

স্পোর্টস ডেস্ক ; গে‌লো টি-টোয়েন্টি বিশ্বকাপেই ক্রিকেট বিশ্বের নজরে আসেন রিশাদ হোসেন। বল হাতে দ্যুতি ছড়িয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পান তিনি। কিন্তু দল পেলেও এনওসি জটিলতায় কোনো লিগে খেলা হয়নি এই লেগস্পিনারের। অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে প্রথমবার স্বাদ পেলেন বিদেশি লিগে খেলার। আর সেটার শুরুটাও হলো দারুণ রেকর্ডে। 

রোববার (১৩ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। শুরুতে ব্যাট করতে নেমে ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ৬ উইকেটে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছিল রিশাদের লাহোর। বড় লক্ষ্য তাড়ায় কোয়েটা শেষ পর্যন্ত ১৬.২ ওভারে অলআউট হয় ১৪০ রানে। বল হাতে ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন রিশাদ। 
 
৩ উইকেট শিকারের সুবাদে খুচরো তিনটি রেকর্ডের তালিকায় নিজের নাম উঠিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। যার দুটো পিএসএলের সাপেক্ষে। আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়। পিএসএল থেকেই শুরু করা যাক। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের দুইয়ে আছেন রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে দুই উইকেটের বোলিং ফিগারকে। ২১ রানে ৩ উইকেট নিয়ে শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদ। 

৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে দুইয়ে চলে এসেছেন ২৩ বছর বয়সী রিশাদ। কদিন আগেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের ওয়েস্ট ইন্ডিয়ান পেসার জেসন হোল্ডার ২৬ রানে পেয়েছিলেন ৪ উইকেট। সেটাই সেরার তালিকায়। এরপরেই রিশাদের ৩ উইকেটের এই বোলিং ফিগার। 

তৃতীয় রেকর্ড বাংলাদেশের সাপেক্ষে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২০ রানে ২ উইকেট শিকারে গড়েছিলেন এই কীর্তি। 

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেকে ২৬ রানে ২ উইকেট পেয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৩১ রানে ৩ উইকেট নিয়ে তাদেরকে টপকে গেলেন রিশাদ। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়