শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার ◈ মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস ◈ পূর্বাচল প্লট কেলেঙ্কারি: হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীরা (ভিডিও) ◈ উত্তরপ্রদেশের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্থা ◈ ইরানের সঙ্গে আলোচনা চলাকালেই কেন শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? ◈ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিলিয়ন ডলার অনুদান স্থগিত করেছেন ট্রাম্প ◈ ঢাকায় এসে ২০ জন জুলাইযোদ্ধার চোখে অস্ত্রোপচার করে দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা ◈ গাজায় ইসরায়েলের হামলা জোরদার, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ হাজার ◈ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড গড়ার একদিন পরই কমলো স্বর্ণের দাম

স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়ার ২৪ ঘণ্টা পার না হতেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৩৮ টাকা।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সোমবার (১৪ এপ্রিল) বা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির দাম হবে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা।

এর আগে গত ১২ এপ্রিল, বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

২০২৫ সালে এ নিয়ে ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের মূল্য হালনাগাদ করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

স্বর্ণের দামে এ পরিবর্তন হলেও রুপার দাম একই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়