শিরোনাম
◈ পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান: রাফায়েল গ্রোসি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে এবার যা বললেন খামেনি ◈ আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে ◈ জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশকে ৭২৪ কোটি টাকা দেবে জার্মানি ◈ হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াকফ বোর্ডে হিন্দু কেন: ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন ◈ চী‌নে এক‌টি ভব‌নের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু ◈ গভীর রা‌তে আ‌র্সেনাল ও রিয়াল মা‌দ্রিদ মু‌খোমু‌খি ◈ শর্ত শেষ হওয়ায় ভারত থেকে চাল আসছে না ◈ শাজাহান খান বললেন, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি, ‘দিন আমাদেরও আসবে’ মেননকে বললেন ইনু ◈ শিগগিরই ইউরোপে মুক্ত ভ্রমণের দ্বার খুলছে সৌদি নাগরিকদের জন্য

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই‌য়ে রেকর্ড গড়ে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিতে নিজেদের ইতিহাসের সফল রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশের। কিন্তু আয়ারল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়ায় একশ রানের আগেই অর্ধেক ব্যাটারকে হারিয়ে দারুণ চাপে পড়েছিল তারা। সেখান থেকে লোয়ার-মিডল অর্ডার ও টেইলএন্ডারদের নিয়ে রিতু মনির দুর্দান্ত নৈপুণ্যে রান তাড়ার রেকর্ড গড়ে ২ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।  --- অলআউট স্পোর্ট

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৩৫ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। জবাবে অধিনায়ক জ্যোতির পর রিতুর ফিফটিতে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

এতদিন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল ২১১ রানের। ২০১৯ পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে ফারজানা হকের ফিফটিতে এই কীর্তি গড়েছিল তারা।

আইরিশদের বিপক্ষে রান তাড়ার শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ওভারের ভেতর ২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর আভাস দেন জ্যোতি। কিন্তু ২৪ রান করা শারমিন ফেরার পর এই জুটি ভাঙতে আবারও চাপে পড়ে দল। সোবহানা মোস্তারিও ফেরেন দ্রুত।

৬৫ বলে ফিফটি হাঁকানোর পর বেশিক্ষণ ক্রিজে থাকেননি জ্যোতিও। ৫১ রান করে সাজঘরের পথ দেখেন বাংলাদেশ অধিনায়ক। ২৫ ওভার ২ বলে ৪ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনকে নিয়ে ৪৫ এবং সপ্তম উইকেটে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন রিতু। এই দুই জুটি ভাঙার পর রাবেয়া খাতুন দ্রুত ফিরলে আবারও হারের শঙ্কায় পড়ে দল।

কিন্তু সেখান থেকে নবম উইকেটে রিতু ও নাহিদা আক্তারের ৩৪ বলে অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পাওয়া রিতু ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা ইনিংসে ৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৬৭ রানে। নাহিদা করেন ১৭ বলে অপরাজিত ১৮ রান।

এর আগে ৬ রানে আইরিশদের প্রথম উইকেট তুলে নিলেও এরপর আর তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নাহিদা-রাবেয়াদের স্পিন সামলে বেশ স্বাচ্ছন্দে রান তুলতে থাকে আয়ারল্যান্ড। লরা ডেলানির ৬৩ রানের সঙ্গে অন্য ব্যাটারদের সহায়তায় চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রাবেয়া। ফাহিমা নেন ২ উইকেট।

আগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে রানের হিসেবে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে নেট রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে জ্যোতির দল।

আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়