স্পোর্টস ডেস্ক ; দাপট দেখিয়েও সহজ জয় পেলো না বার্সেলোনা, লা লিগায় প্রতিপক্ষের মাঠে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে জয় তুলে নিতে হলো বার্সেলোনাকে। শনিবার (১২ এপ্রিল) রাতে লেগানেসের বিপক্ষে ১-০ গোলের এই জয়টা যেমন কষ্টের, তেমনি গুরুত্বপূর্ণও। ম্যাচ জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে কাতালানরা।
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৮ মিনিটে রাফিনহার নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন লেগানেস ডিফেন্ডার হোর্হে সায়েঞ্জ। শেষ পর্যন্ত এই আত্মঘাতী গোলই জয় এনে দেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের।
পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ছিল বার্সেলোনার। ৬৭ শতাংশ বল পজেশন এবং ১২টি শট নেয়া বার্সা লক্ষ্যে রাখতে পারে মাত্র ৩টি শট। অন্যদিকে, লেগানেস ৬টি শট নিয়েও কেবল একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। যদিও দু’দলেরই ছিল একাধিক সুযোগ নষ্ট করার হতাশা।
এদিনের জয়ে ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্র নিয়ে ৭০ পয়েন্টে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
এই ম্যাচ দিয়ে লেগানেসের বিপক্ষে আগের হারের প্রতিশোধও নিলো বার্সা। ডিসেম্বরে নিজেদের মাঠে প্রথম লেগে একই ব্যবধানে হেরেছিল তারা।
তবে জয়ের দিনে একটা দুঃসংবাদও পেয়েছে বার্সেলোনা শিবির। প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন তরুণ ফুলব্যাক আলেহান্দ্রো বালদে, যাকে মাঠ ছাড়তে হয় চিকিৎসকদের সহায়তায়।
সব মিলিয়ে রিয়াল বেতিসের বিপক্ষে আগের ম্যাচে ড্র করলেও এবার লেগানেসকে হারিয়ে লা লিগায় টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল কাতালান জায়ান্টরা।