শিরোনাম
◈ ভারতে এবার ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামছেন থালাপতি বিজয়! ◈ ফের মাদারীপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত অর্ধশত ◈ বাংলাদেশে পরপর দুটি ঘটনায় বিতর্কিত আইনের ব্যবহার নিয়ে প্রশ্ন ◈ এবারের আনন্দ শোভাযাত্রায় সবার আকর্ষণে ছিল যে বিশেষ দুটি জিনিস  ◈ হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ◈ বৈশাখের দিনে রাজধানীতে দিনভর যত আয়োজন ◈ আলা‌ভে‌সের বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের কষ্টার্জিত জয়, লাল কার্ড এমবাপ্পের ◈ বাংলাদেশকে ১০০০ শয্যার হাসপাতাল উপহার দেবে চীন: স্বাস্থ্য উপদেষ্টা ◈ রেকর্ড গড়ার একদিন পরই কমলো স্বর্ণের দাম ◈ ডোনাল্ড ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, যা জানালেন চিকিৎসক

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অভিষেকের ব‌্যা‌টিং তাণ্ড‌বে হায়দরাবাদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক ; ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেন। এমন বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়েও আইপিএলের চলতি আসরে একের পর এক ম্যাচ হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নিলামের পর যে দলটাকে নিয়ে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আইপিএলে ৩০০ করবে। সেই দলটাই কিনা ব্যাটিং নিয়ে ধুঁকছে।

অবশেষে পাঞ্জাব কিংসের বিপক্ষে চিরচেনা রূপে ফিরেছে হায়দরাবাদ। -- ক্রিক‌ফ্রেঞ্জি 

হায়দরাবাদ বললে ভুল হবে এই ম্যাচে পাঞ্জাব কিংসকে প্রায় একাই হারিয়ে দিয়েছেন অভিষেক শর্মা। এই ওপেনার ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১০টি ছক্কার সঙ্গে তিনি মেরেছেন ১৪টি চারও।

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা হায়দরাবাদকে ১৭১ রানের ওপেনিং জুটি এনে দিয়েছেন অভিষেক ও ট্রাভিস হেড। হেড নিজেও দ্রুত গতিতে ব্যাট চালিয়েছেন শুরু থেকে। তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৬৬ রান। এরপর ক্লাসেন ১৪ বলে ২১ ও ইশান কিশান ৬ বলে ৯ রান করে অপরাজিত থেকে হায়দরবাদের ৮ উইকেটের জয় নিশ্চিত করেছেন ৯ বল হাতে রেখেই।

হায়দরাবাদের এই রান তাড়া টি-টোয়েন্টির হিসেবে চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৪ আইপিএলে পাঞ্জাবের দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরের রেকর্ডটর ওয়েস্ট ইন্ডিজের দখলে ২০২৩ সালে সাউথ আফ্রিকার দেয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে প্রোটিয়ারা।

আর ২০২৩ সালে সারের বিপক্ষে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে মিডলসেক্স। এই রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে আইপিএলের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে হায়দরাবাদ।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৮৬ রানের ইনিংসে ও মার্কুস স্টইনিসের ১১ বলে ৩৪ রানের ক্যামিওতে ভর করে প্রায় আড়াইশর পুঁজি পায় পাঞ্জাব। হায়দরাবাদের হয়ে ৪টি উইকেট নেন হার্শাল প্যাটেল। দুটি উইকেট নেন জিসান আনসারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়