শিরোনাম
◈ বাণিজ্য–ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নিতে চায়, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র ◈ মেঘনার সহযোগী সমির সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন, পুলিশের প্রতিবেদন ◈ ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত, আটক ৩  ◈ মুসলিম দেশগুলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত ◈ সৌদি রাষ্ট্রদূত ও মডেল মেঘনার পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’ ◈ ‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’ ◈ ডিসেম্বরে ভোট ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসি ◈ আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়,  একটি অঙ্গীকার, একটি শপথ ◈ আরও ৬ হাজার টন চাল এলো ভারত থেকে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেইমারের হা‌তে ফ্রি ফি‌লি‌স্তিন লেখা ভাইরাল  ছবিটি এআই দিয়ে করা

স্পোর্টস ডেস্ক ; ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি পতাকা হাতে দেখা যাচ্ছে। ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ জানাচ্ছে, ছবিটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, নেইমারের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ৬ এপ্রিল থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে শুরু করলেও এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা ভেরিফায়েড সূত্র থেকে প্রকাশিত হয়নি। মূলত কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই ছবিটি ভাইরাল হয়েছে।
বিশ্লেষকরা জানান, ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একাধিক চিহ্ন রয়েছে। যেমন- পতাকাটির অস্বাভাবিক মসৃণতা ও ভাঁজহীন অবস্থা। 'ফ্রি ফিলিস্তিন' লেখাটি খুব নিখুঁত এবং সমান, যা কৃত্রিমভাবে বসানো মনে হয়। নেইমারের বৃদ্ধাঙ্গুল পতাকার পেছনে থাকলেও সেখানে আঙুলের স্বাভাবিক চাপ বা ছাপ দেখা যাচ্ছে না। চ‌্যা‌নেল২৪

এছাড়াও নেইমারের মুখমণ্ডল, দাঁড়ি ও ত্বকের গঠন অতিরিক্ত নিখুঁত ও মসৃণ- যা সাধারণত এআই জেনারেটেড ছবিতে দেখা যায়। ছবি জুড়ে আলো, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রঙের বৈচিত্র্যও এআই তৈরি ছবির সাথে মিল পাওয়া গেছে।

ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষার পর দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

ভাইরাল ছবিটি দেখে অনেকেই ভাবছেন নেইমার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন, তবে বাস্তবে এমন কোনো পদক্ষেপ বা বার্তা নেইমারের পক্ষ থেকে আসেনি। ফলে এটি একটি এআই প্রযুক্তিনির্ভর ভুয়া ছবি বলে প্রমাণিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়