শিরোনাম
◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ◈ পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১২:১৬ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিএসজির ৫ কো‌টি ৫০ লাখ ইউ‌রো আটকে দিলেন কি‌লিয়ান এমবাপ্পে

‌স্পোর্টস ডেস্ক ; ফরাসী  ফুটবলার কি‌লিয়ান এমবা‌প্পের তিক্তভাবে শেষ হওয়া সম্পর্কের রেশ এখনও কাটেনি। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে বকেয়া ৫ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক চেয়ে ফরাসি ক্রীড়া মন্ত্রণালয় ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে অভিযোগ দায়ের করেছেন তি‌নি। তার আইনজীবীর দাবি, এরই মধ্যে পিএসজির কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এমবাপ্পের আইনজীবী দেলফিন ফাহাইডেন পিএসজির বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামার ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমরা আজ সকালেই এই পরিমাণ অর্থ অবরুদ্ধ করেছি।' এর আগে পিএসজিকে তাদের সকল খেলোয়াড়ের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছিল ফরাসি লিগ (এলএফপি) কর্তৃপক্ষ। 

তবে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, এমবাপ্পের এই দাবি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এখনই কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।প্যারিসের একটি আদালতের মাধ্যমে এমবাপ্পের আইনজীবীরা পিএসজির ব্যাংক অ্যাকাউন্ট থেকে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ৫ কোটি ৫০ লাখ ইউরো জব্দ করার আবেদন করেছেন।

তবে গত বছরের অক্টোবরে পিএসজি জানিয়েছিল, তারা এই মামলা ‘উপযুক্ত আদালতে’ নিয়ে যেতে বাধ্য হবে এবং একই সঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে। দীর্ঘ ৭ বছর পিএসজিতে কাটিয়েছেন এমবাপ্পে এবং ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ২০২৪ সালে তিনি ফ্রি এজেন্ট হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন।

পিএসজি সূত্রে খবর, সমস্যা সমাধানের জন্য এলএফপির মধ্যস্থতার একটি প্রস্তাব এমবাপ্পে প্রত্যাখ্যান করেছিলেন। ফরাসি তারকার আরেক আইনজীবী পিয়ের-ওলিভিয়ে অভিযোগ করেছেন, ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পিএসজি তাদের এই তারকা ফরোয়ার্ডকে চুক্তির মেয়াদ বাড়াতে চাপ সৃষ্টি করেছিল।

অন্যদিকে পিএসজি পাল্টা দাবি করেছে, এমবাপ্পের সঙ্গে তাদের চুক্তি ‘আইনি প্রক্রিয়া মেনেই সংশোধিত’ হয়েছিল এবং পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ক্লাব ছেড়েছেন।

এই প্রসঙ্গে উয়েফার একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই বিষয়ে তাদের ভূমিকা সরাসরি না হলেও ফরাসি কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর যদি বকেয়া পাওনা প্রমাণিত হয়, তাহলে পিএসজিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা পরিশোধ করতে হবে। অন্যথায়, ক্লাবটি ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতি লঙ্ঘনের ঝুঁকিতে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়