স্পোর্টস ডেস্ক ; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। লোকেশ রাহুলের ব্যাটিং বীরত্বে টানা ৪ ম্যাচ জিতেছে দলটি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাওয়ার প্লেতে ঝড় তোলেন ফিল সল্ট। ১৭ বলে ৩৭ রান করে যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন বেঙ্গালুরুর রান ৩.৫ ওভারে ৬১। এরপর রানের গতি কমে যায় দলটির। বিরাট কোহলি ১৪ বলে ২২ করেন এবং রজত পাতিদার ২৩ বলে ২৫। শেষের দিকে টিম ডেভিডের ঝড়ো ৩৭ রানেই মূলত দলের সংগ্রহটা ১৬৩ দাঁড়ায়।
জবাবে ১৬৪ রানের লক্ষ্য ছুঁতে নেমে বিপদে পড়ে দিল্লি ক্যাপিটালস। ৩০ রানের মধ্যে তারা হারায় একে একে টপ অর্ডারের তিন ব্যাটার– ফাফ ডু প্লেসি, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও অভিষেক পোরেলকে। দলের রান যখন ৫৮, বিদায় নেন আক্সার প্যাটেল। এরপর লোকেশ রাহুলের সঙ্গে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়েন ট্রিস্টান স্টাবস। এই জুটিতে মূল কাজটা করেছেন রাহুলই, ৩২ বলে তুলেছেন ৬৮ রান। স্টাবস শুধু সঙ্গত দিয়েছেন। তিনি অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৮ রান নিয়ে।
গত ম্যাচে কেএলকে খেলতে হয়েছিল ওপেনিংয়ে। দলের প্রয়োজনে খেলেছিলেন ৭৭ রানের ঝকঝকে ইনিংস। এদিন আবার দাঁড়িয়ে গেলেন এই ব্যাটার। খেললেন ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস। তার এই উইলোবাজির কারণে দিল্লি লক্ষ্য ছুঁয়েছে ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই।