স্পোর্টস ডেস্ক ; একদিকে ফিলিস্তিনে চলছে স্মরণকালের ভয়াবহ গণহত্যা, অন্যদিকে এক শ্রেণির মানুষ ব্যস্ত গুজব রটানো নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে, সাবেক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান নাকি ফিলিস্তিনের জন্য ১০ কোটি টাকা সাহায্য করেছেন। বিষয়টি ভুয়া হিসেবে নিশ্চিত করেছে ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’।
সাকিবের সাহায্য করার বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলের লোগো সম্বলিত ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে বাংলা ও ইংরেজি ফন্ট মিলিয়ে লেখা আছে, ‘ফিলিস্তিন ও গাঁজাকে 10 কোটি টাকা সাহায্য করেছে সাকিব আল হাসান।’ প্রকৃতপক্ষে ওই টিভি চ্যানেল এমন কোনো ফটোকার্ড পোস্ট করেনি।
ভাইরাল ফটোকার্ডটি এক নজর দেখেই অবশ্য বোঝা যায়, সেটি খুব কাঁচা হাতে এডিট করা হয়েছে। রিউমর স্ক্যানারের মডারেটর তানভীর মাহতাব আবীর ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’ নামের ফেসবুক গ্রুপে ভুয়া ফটোকার্ডটি শেয়ার করে লিখেছেন, ‘যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।’
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে আছেন। ক্রিকেট থেকে তিনি দূরে। আদৌ কখনো ক্রিকেটে ফিরতে পারবেন কিনা- সেটা নিয়েও সংশয় আছে। তবে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে মাঝেমধ্যেই সরব হন সাকিব, যা নিয়ে বেশ বিতর্কও হচ্ছে দেশে।