শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ডি‌পিএ‌লে ধানমন্ডির জয়, সেঞ্চু‌রি না পাওয়ার আ‌ক্ষেপ সোহা‌নের

নিজস্ব প্রতি‌বেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজের দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন নাসির হোসেন। তবে দিন শেষে ডানহাতি এ ব্যাটারের সেই ফিফটি রুপগঞ্জ টাইগার্সের কোনো কাজে আসেনি। নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে রুপগঞ্জকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

বিকেএসপির চার নম্বরে মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে রুপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ধানমন্ডি।

এদিন টস জিতে রুপগঞ্জকে আগে ব্যাটিংয়ে পাঠান ধানমন্ডির অধিনায়ক সোহান। ইনিংসের শুরুটা ভালো করতে পারেননি আব্দুল মজিদ ও অমিত মজুমদার। দুজনেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন।

তবে তিনে নামা আসাদুল্লাহ আল গালিব ও চারে ব্যাটিং করতে আসা নাসির গাজীর হাল ধরেন। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। গালিব ও নাসির দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। ৮০ বলে ৬৫ রান করে ফিরেছেন গালিব। নাসিরের ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৭৭ রান। এছাড়া ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আরিফুল হক।

ধানমন্ডির হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ফজলে মাহমুদ রাব্বি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ধানমন্ডিকে ভালো শুরু এনে দেন আজমির আহমেদ ও হাবিবুর রহমান সোহান। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ৩০ বলে ৪০ রান করে ফিরেছেন আজমির, সোহানের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৩ রান।

তিনে নামা ফজলে রাব্বি ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৭৭ বলে ৪৭ রান করে ফিরেছেন রাব্বি। তবে দল জিতলেও সবচেয়ে বেশি হতাশ বোধহয় নুরুল হাসান সোহান। দুর্দান্ত ব্যাটিং করা ধানমন্ডি ছিলেন টুর্নামেন্টে আরও একটি সেঞ্চুরির পথে। কিন্তু মাত্র তিন রান দূরত্বে থেমেছেন ডানহাতি এ ব্যাটার। ৯৫ বলে ৯৭ রান করে ফিরেছেন সোহান।

তবে দলকে বিপদে পড়তে দেননি কামরুল ইসলাম রাব্বি। ৪০ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন ডানহাতি এ ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়