নিজস্ব প্রতিবেদক : অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং তার সতীর্থ শারমিন আক্তারের অসাধারণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে রীতিমত তোপ দাগলেন ফাহিমা খাতুন। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী ক্রিকেট দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানেই। ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেসরা।
ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে জয়ের রেকর্ডটাও হয়েছে আজ। এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে ১৫৪ রান ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।
টস হেরে শুরুতে ব্যাট করতে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার। জবাবে ২৮ দশমিক ৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট হয়ে গেছে থাই মেয়েরা। পাঁচ উইকেট শিকার করেছেন ফাহিমা।