স্পোর্টস ডেস্ক ; চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ( ৯ এপ্রিল ) রাতে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা স্বাগতিকদের কঠিন পরীক্ষার মুখে পড়েন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেস। কিন্তু ৩৫তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যাচের প্রথম গোলের দেখা পায় ভিলা।
সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি পিএসজি। মিনিট চারেক পর বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে। বিরতির পর ভিলার রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ৪৯তম মিনিটে তাদের এগিয়ে দেন জর্জিয়ার ফরোয়ার্ড খাভিচা কাভারাৎস্খেলিয়া। এরপর আক্রমণাত্মক ফুটবল খেললেও মার্তিনেসের বাধা পেরুতে পারেনি তারা।
তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেই বাধা পেরিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।
পুরো ম্যাচে ৭৬ শতাংশ বল দখলে রাখা লুইস এনরিকের শিষ্যরা গোলের জন্য শট নেয় ২৯টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে কেবল ৭টি শট নেওয়া ভিলার লক্ষ্যে থাকে দুটি।
আগামী মঙ্গলবার ভিলার মাঠে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।