শিরোনাম
◈ বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় কঠিন হলো ◈ পাকিস্তান কি বাংলাদেশের ৪.৫২ বিলিয়ন ডলার দেবে? ◈ প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু ◈ সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা ◈ ঢাকা-ওয়াশিংটন অগ্রাধিকারের মাঝে দুই দেশের মিল খুঁজে বের করবে  ◈ দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে ◈ ডলারকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল ◈ অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ: আনন্দবাজারের রিপোর্ট ◈ ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল ◈ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে শাহেলা পারভীন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা-বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ ও ঋতুপর্ণা 

নিজস্ব প্রতি‌বেদক ; বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলাম।  

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা।

দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে।

থাকছে অর্থ পুরস্কারও। এছাড়া সেরা সংগঠকের পুরস্কার উঠতে যাচ্ছে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানের হাতে।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার দুপুর সাড়ে ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।  

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।  

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা: 

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল) , সাগর ইসলাম (আরচারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতুপর্ণা চাকমা (ফুটবল), নাহিদ রানা (ক্রিকেট)

বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ 

বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা

বর্ষসেরা অ্যাথলেট: জহির রায়হান

বর্ষসেরা আর্চার: সাগর ইসলাম

বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়

উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)

বর্ষসেরা দল: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল

সক্রিয় সংস্থা: শামস্-উল-হুদা ফুটবল একাডেমি, যশোর

বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)

বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (ভারোত্তোলন)

তৃণমূল সংগঠক: বীরসেন চাকমা (রাঙামাটি)

সেরা সংগঠক: মো. ইমরুল হাসান (ফুটবল)

বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

  • সর্বশেষ
  • জনপ্রিয়