শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ উচিত হয়নি: নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান ◈ ‘তুরিন আফরোজের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে’ (ভিডিও) ◈ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী ও পোষ্য কোটা থাকছে না, নিয়োগ হবে মেধার ভিত্তিতে ◈ চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের, 'শেষ পর্যন্ত' লড়াইয়ের ঘোষণা চীনের ◈ বাটার লুট করা জুতা অনলাইনে বিক্রির জন্য পোস্ট, সিলেটে আটক ১৪ ◈ ইরান যদি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে আমি মনে করি এটা ইরানের জন্য ভয়ানক হবে: ট্রাম্প ◈ বাংলাদেশর বিরু‌দ্ধে জিম্বাবুয়ের শক্তিশালী দল ঘোষণা ◈ কী কারণে বাংলাদেশিদের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা? ◈ মার্কিন ক্রেতারা বন্ধ করছে রপ্তানি আদেশ, বিপাকে পোশাকশিল্প ব্যবসায়ীরা!

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ঘ‌রোয়া ক্রিকে‌টে অসাধারন রেকর্ড, ১৫ ব‌লে আবাহনীর ইম‌নের অর্ধশত রান 

স্পোর্টস ডেস্ক: রোববা‌র (৬ এ‌প্রিল ) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ইতিহাস গড়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই অর্ধশতক পূর্ণ করে তিনি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন

বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইমন ইনিংসটি শেষ করেন ২৩ বলে ৬১ রান করে, যেখানে ছিল ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা। তার এই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুর।

ইমনের আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড রয়েছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের নামে, যারা ১৮ বলে ফিফটি করেছিলেন যথাক্রমে ২০১৯ ও ২০২৩ সালে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুর ৮৮ রানে গুটিয়ে যায়। আবাহনীর বোলারদের নিখুঁত আক্রমণে একপ্রকার ছিন্নভিন্ন হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। জবাবে আবাহনী মাত্র ৬.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়, জয় তুলে নেয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেন করতে নামা জিসান আলম অপরাজিত থাকেন ১৭ রানে (১৭ বল, ২ চার, ১ ছক্কা)। তবে ম্যাচজয়ী নায়ক ছিলেন নিঃসন্দেহে ইমন, যার টর্নেডো ইনিংস যেন চোখে লেগে থাকার মতো।

এই ইনিংস দিয়ে ইমন শুধু ম্যাচই জেতাননি, তুলে নিয়েছেন নিজের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের রেকর্ড বইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়