শিরোনাম
◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ◈ আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক! ◈ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে : জ্যোতি ◈ ‘রিয়ালে রোনালদোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে’ ◈ যশোর-বেনাপোল মহাসড়কে প্রাইভেটকার-মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২ ◈ বাংলাদেশসহ যেসব দেশে যে পরিমাণ শুল্ক আরোপ করলেন ট্রাম্প, যা জানাগেল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ

দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।  

সিএসএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াল্টার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে ক্রিকেট মহলে গুঞ্জন, দলের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হওয়া ও নিউজিল্যান্ড থেকে নিয়মিত ভ্রমণের ক্লান্তির কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।  

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নেন রব ওয়াল্টার। তার অধীনে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে। এছাড়া, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিপাক্ষিক সিরিজে দল প্রত্যাশিত সাফল্য পায়নি।  

ওয়াল্টারের অধীনে সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটি এবং আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে সাতটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা।  

ওয়াল্টারের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে।  

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।  

ওয়াল্টারের পদত্যাগের পর এখন প্রশ্ন উঠেছে, কে হবেন দক্ষিণ আফ্রিকার নতুন সাদা বলের কোচ?  

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে। তবে তারা কি অভিজ্ঞ কোনো কোচের দিকে ঝুঁকবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেবে—এ নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে জোর আলোচনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়