শিরোনাম
◈ এপ্রিল জুড়েই তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস ◈ নিউইয়র্ক টাইমসের ইসলামিস্টদের উত্থান নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং ◈ ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০  ◈ তারিখ নিয়ে বিতর্ক: সৌদি আরব কি এক দিন আগেই ঈদ উদযাপন করেছে? ◈ এপ্রিলে যেসব শর্ত নিয়ে ঢাকায় আসছে আইএমএফ দল ◈ ট্রাম্পের নতুন শুল্ক: ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ◈ ঈদের ছুটি ঘুমিয়ে নষ্ট না করে স্বর্ণময় করে তুলুন: শায়খ আহমাদুল্লাহ ◈ যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে ◈ ঈ‌দের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখোরা ◈ ৩ লাখ মানুষ মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যে ভূমিকম্পে 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তামিমকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমানের প্রতিনিধি দল

মনিরুল ইসলাম: ক্রিকেটার ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন এই ক্রিকেটারের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন এই ক্রিকেটারের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের অন্যতম সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গত মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে যান প্রতিনিধি দল। সেখানে তাকে তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন— তামিম ইকবালের মা এবং ক্রিকেটার আকরাম হোসেন।

তারেক রহমানের প্রতিনিধি দলে ছিলেন-মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ডা. আমান উল্লাহ আমান, তারেক রহমানের মামাতো ভাই অভিক এসকান্দার।

বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতার জন্য নয়া পল্টনে দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়