শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের কোচ দরিভাল চাকরি হারাচ্ছেন!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২৬ মার্চ) স্তাদিও মাস মনুমেন্টালে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের হারের পর এটাই ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় হার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন লজ্জাজনক হারে  ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের ওপর চাপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে।

কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) বর্তমান কোচ দরিভাল জুনিয়রকে ছাটাইয়ের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। সিবিএফের বেশিরভাগ পরিচালক মনে করেন, জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েই দরিভালকে ছাটাই করা প্রয়োজন। তবে অনেকেই এই সময়টা আরও এগিয়ে আনার পক্ষপাতী। এদিকে কোচ দরিভালের সঙ্গে সিবিএফের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের দূরত্ব বেড়েছে বলেও খবর ছড়িয়েছে। যদিও সিবিএফের প্রেসিডেন্ট পদের নির্বাচন নিয়ে এদনালদো ব্যস্ত থাকায় এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারছেন না।

মূলত গত নভেম্বরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ড্র করার পরই মার্চের ফিফা উইন্ডোতে কোচ হিসেবে দরিভালের কাজকে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সিবিএফ। এই উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়াকে হারালেও আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হতে হলো সেলেসাওদের।

এদিকে দরিভালের ছাটাইয়ের গুঞ্জন রটতেই ফের আলোচনায় কার্লো আনচেলত্তি। তিতের বিদায়ের পর এই ইতালিয়ান কোচকেই ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছিল সিবিএফ। কিন্তু আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় সেই সম্ভাবনা ভেস্তে যায়। গ্লোবো জানিয়েছে, নিজেদের ঐতিহ্য ফেরাতে ফের ইতালিয়ান কোচের দরজায় ধর্না দিতে পারে ব্রাজিল। ২০২৪ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন ৬২ বছর বয়সী দরিভাল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়