শিরোনাম
◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে: সারজিস আলম ◈ পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭ ◈ ঢাকা-বেইজিং এক চুক্তি, ৮ সমঝোতা ◈ শত কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ ◈ বিতর্কের মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল ◈ চট্টগ্রামে আক্রোশ, অন্তঃকোন্দল, দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার একের পর এক খুন আহত প্রায় ২ হাজার! ◈ চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা ◈ বছরের প্রথম সূর্যগ্রহণ আসছে ২৯ মার্চ ◈ চাঁদ দেখা কমিটির সভা রবিবার ◈ অশালীন আচরণের অভিযোগে এমবাপ্পে-ভিনিসুসদের বিরুদ্ধে তদন্ত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে হারিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো!

দাপুটে এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপরই বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এনজো ফার্নান্দেজ।

ম্যাচ শেষে ফেসবুকে এক পোস্টে আর্জেন্টাইন মিডফিল্ডার লেখেন, ‘অবিশ্বাস্য সমর্থন এবং বার্তার জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয়টিও আপনারও।’ আরেক পোস্টে ব্রাজিল তারকা রাফিনিয়াকে খোঁচা মেরেছেন এনজো, ‘পরের বার থেকে বিনয়ী থেকো রাফিনিয়া।’

আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশি সমর্থকদের একটু বেশিই আবেগ। লাতিন কিংবা ইউরোপে মাঠের লড়াই হলে এ দেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তরা আলাদা হয়ে যায়। কথার লড়াই চলে। ওসব আর্জেন্টাইনদের মনে ধরেছে। বাংলাদেশের বেশ কিছু ইস্যুতে এনজোকে প্রায়ই সরব দেখা যায়। ব্রাজিলকে গুঁড়িয়ে আবারও বার্তা দিয়েছেন। ফেসবুকের পোস্টে জুড়ে দিয়েছেন বাংলাদেশের দুটি পতাকার ইমোজিও।

বুধবার বুয়েন্স আইরেসে লিওনেল স্কালোনির দল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। এই জয়ে বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট হলো আর্জেন্টিনার। তাতেই দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপও নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। বড় হারে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার দোলাচলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিন ব্রাজিল।

বিশ্বকাপে যাওয়ার সুখবর নিয়েই নেমেছিল আর্জেন্টিনা। পরে মাঠে দেখিয়েছে দাপট। একটি করে গোল করেছেন জুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিওনি। ব্রাজিলের হয়ে এক গোল ফেরান মাথিয়াস কুনিয়া। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচে আজই প্রথম অন্তত ৪ গোল হজম করল ব্রাজিল। লাতিন কোনো দলের বিপক্ষে ৪ গোল হজম করল ১৯৮৭ কোপা আমেরিকার পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়