স্পোর্টস ডেস্ক : বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচের আগে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ গোলপোস্টের দায়িত্বে ছিলেন আলিসন বেকার, সেন্টার ব্যাকে ছিলেন গ্যাব্রিয়েল মাগালাইস আর সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো গিমারেস এবং গারসন। চোট এবং নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনা ম্যাচে এই ৪ জনের কেউই থাকতে পারছেন না।
কলম্বিয়ার ম্যাচে মাথায় চোট পেয়ে ছিটকে গেছেন আলিসন। গারসন পড়েছেন বাম উরুর ইনজুরিতে। আর গ্যাব্রিয়েল ও ব্রুনো বাঁছাইপর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা। তাদের বদলি হিসেবে ইতোমধ্যে দলে ডাক পেয়েছেন গোলকিপার ওয়েভরতন, ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এদেরসন।
তবে গ্লোবো জানাচ্ছে, এই ৪ জনের কারোরই সুযোগ মিলবে না আর্জেন্টিনা ম্যাচে। আলিসনের বদলে প্রথম একাদশে নামবেন আল নাসর গোলকিপার বেন্তো। গ্যাব্রিয়েলের জায়গায় রক্ষণের বাঁ পাশে খেলবেন মুরিল্লো। মাঝ মাঠে বাঁ পাশে গিমারেসের জায়গায় খেলবেন আন্দ্রে এবং গারসনের বদলি হিসেবে নামবেন জোয়েলিনতন।
তবে এই ৪ জন ছাড়া আরও দুটি পরিবর্তনের কথা ভাবছেন ব্রাজিল বস দরিভাল জুনিয়র। গ্লোবের প্রতিবেদন মতে, কলম্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা ফ্লামেঙ্গো রাইটব্যাক ওয়েসলি ফ্রাঙ্কা ও ম্যানচেস্টার সিটি উইঙ্গার সাভিনিওকে একাদশে খেলাবেন দরিভাল। ভ্যান্ডারসন ও রদ্রিগোর জায়গায় বদলি হিসেবে তারা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন। কলম্বিয়া ম্যাচে ভালো পারফর্ম করায় এই ম্যাচের একাদশে তাদের সুযোগ হয়েছে বলে জানিয়েছে গ্লোবো।
ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে জয় বা ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার। তবে এর আগেই পয়েন্ট তালিকার সপ্তম দল বলিভিয়া উরুগুয়ের কাছে হেরে গেলে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলবে আলবিসেলেস্তিরা। আর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে ওঠার পথ বেশ সুগম হয়ে যাবে তাদের। তথ্যসূত্র, সময়নিউজ