শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে চেন্নাইর কাছে হেরে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্স যেনো উদ্বোধনী ম্যাচে হারের ধারাবাহিকতা বজায় রাখলো। চলমান বিপিএলে তারা নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আইপিএলের গত আসরেও (২০২৫) তারা উদ্বোধনী ম্যাচে হেরেছিলো।

রোববার (২৩ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে তিলক বর্মা, সূর্যকুমার এবং চাহারের ব্যাটে ৯ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় মুম্বাই। জবাবে রাচিন রবীন্দ্রের অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় চেন্নাই। 

মুম্বাই শুরুতেই উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে। তবে মাঝে তিলক বর্মার ২৫ বলে ৩১ এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ২৬ বলে ২৯ রান মুম্বাইকে কিছুটা চ্যালেঞ্জ করার মতো স্কোর এনে দেয়। এছাড়াও শেষ দিকে দীপক চাহারও খেলেন ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস।

চেন্নাইয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নুর আহমেদ। এই আফগান স্পিনার ৪ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও খালিল আহমেদ পেয়েছেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে শুরুতে রাহুলকে হারালেও অধিনায়ক গায়কোয়াড়কে নিয়ে সহজ জয়ের দিকেই দলকে এগিয়ে নিতে থাকেন রাচিন। তবে ২৬ বলে ৫৩ রান করে গায়কোয়াড় আউট হলে কিছুটা চাপে পড়ে চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত রাচিনের বীরত্বে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। কিউই এই অলরাউন্ডার ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ভিগনেশ পুথুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়