শিরোনাম
◈ পার্বত্য চট্টগ্রামে নাশকতায় অচল রবির অর্ধশত টাওয়ার, দুর্ভোগে স্থানীয়রা ◈ সরি, সংস্কার করা আপনাদের দায়িত্ব না: অন্তর্বর্তী সরকারকে আমির খসরু ◈ ভারত থেকে সুতা আমদানি বন্ধের নির্দেশ ◈ ‘আমার একটাই কষ্ট, একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে’ ◈ ভারতের অর্থনীতি তিন থেকে ছয় মাসের মধ্যেই ধ্বংস হয়ে যাবে : চিদাম্বরমের সতর্কবার্তা ◈ আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ যৌথ বাহিনী অভিযানে গ্রেফতার ২৮০  ◈ ২০০ ভ্যান নিয়ে রংপুরে জনসংযোগ করলেন আখতার ◈ ধানমন্ডিতে ডাকাতি: ডাকাত ধরতে পুলিশকে সহায়তাকারী ৬ জন পেলেন পুরস্কার! ◈ আল আকসায় শবে কদরে লাখো মানুষ, ইসরাইলের নজিরবিহীন আগ্রাসনও তাদের ঠেকাতে পারল না (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পর্তুগালের হয়ে সর্বোচ্চ দিতে দর্শকদেরও পাশে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে আছে পর্তুগাল। ফিরতি লেগে মাঠে নামার আগে প্রথম আসরের চ্যাম্পিয়নদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো চাপে থাকার বিষয়টি মেনে নিয়েছেন। একই সঙ্গে দলকে শেষ চারে তুলতে নিজের সবটা উজাড় করে দেওয়ার কথা দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার ডেনমার্কের মাঠে ১-০ গোলে হেরে যায় পর্তুগাল। সেই ম্যাচে নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন রোনালদো। তবে রোববার ঘরের মাঠে ফিরতি লেগ হওয়ায় দর্শকরা দলকে জয়ের পথে ফেরাতে বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি। 

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, পরিস্থিতি কিছুটা চাপের। আমি সেটা লুকাচ্ছি না। আমাদের জিততেই হবে, তাই এটা একটা কঠিন সময়। তবে এটাই ফুটবলের সৌন্দর্য। আগামীকাল আমি দর্শকদের আমাদের পাশে চাচ্ছি। তারা যেন আমাদের শক্তি দেন, কারণ আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

দলের জয়ের বিকল্প ছাড়া অন্য কিছু না ভাবা পর্তুগিজ মহাতারকা বলেন, আমি ৯০ মিনিটের মধ্যে অনেক ম্যাচ হেরেছি। কিন্তু প্রথম লেগেই কখনও হেরে যাইনি। এমন ম্যাচ আসে, খারাপ দিনও আসে। আমি নিজে ভালো খেলিনি, দলও ভালো খেলেনি, তবে এটা জীবনেরই অংশ।

আমি চাই আগামীকাল মাথা উঁচু করে আলভালাদে স্টেডিয়াম ছাড়তে। গোল করতে পারলে ভালো লাগবে, তবে আমি না পারলেও অন্য কেউ করুক। শুধু চাই পর্তুগাল জিতুক। রোনালদো জোর দিয়ে জানান, দলের মধ্যে কোনো উদ্যমের অভাব নেই। তারা একতাবদ্ধ হয়ে দলকে সেমি-ফাইনালে তুলতে প্রস্তুত।

জাতীয় দলে সবসময়ই উদ্যম থাকে। টেকনিক্যাল কিছু বিষয় এবং আরও কিছু ছোটখাটো সমস্যা ছিল। এটাই ফুটবল, সবসময় আপনি ভালো খেলতে পারবেন না। পরিবেশও আমাদের অনুকূলে ছিল না। বড় মঞ্চে অভ্যস্ত খেলোয়াড়রাও খারাপ দিন কাটায়। এসব স্বাভাবিক।

চাপ নেওয়ার কিছু নেই। অতীত, অতীতই। অনেক মানুষ চায় আমরা হারি, কিন্তু যারা আমাদের পাশে আছে, যদি তারা একতাবদ্ধ থাকে এবং ইতিবাচক শক্তি দেয়, তাহলে আমি নিশ্চিত আগামীকাল আমরা দারুণ একটি ফল নিয়ে ফিরব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়