স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী এশিয়ান গেমসের বাছাই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। এই হামজাকে নিয়ে দেশের উম্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। বাংলাদেশ ছাপিয়ে এখন মেঘালয়েও ছড়িয়ে পড়েছে সেই রেশ। এক কথায় হামজা বন্দনায় ভারতের ভক্তরা।
ঘরের মাঠে ম্যাচ তাই এমনিতেই বাড়তি সুবিধা পাবে ভারত। তার উপর হোম গ্রাউন্ডে আগ থেকে অনুশীলন করে নিচ্ছে বাড়তি সুবিধা। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কিংবা দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে ফেরানো, সবই করছে ব্লু টাইগাররা কেবল হামজাকে কেন্দ্র করে। মাঠে লড়াইয়ের আবহ, তবে ভক্তরা মুখিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো ফুটবলার হামজা শৈলীতে মুগ্ধ হতে।
বাংলাদেশ দল নিয়ে খুব একটা ধারণা নেই ভারতীয়দের। কিন্তু তারা হামজাকে চেনেন ঠিকই। জামাল-তপুদের নিয়ে কোনো আগ্রহ না থাকলেও ঝাকড়া চুলের এই জেন্টেলম্যানকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের।
দীর্ঘ নয় মাস পর ভারতীয় লিজেন্ড সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফেরায় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচ যে বাড়তি উন্মাদনার তা মানছেন ভারতীয় সমর্থকরাও। এই ম্যাচে হামজার খেলা ভারতের জন্যও হবে চ্যালেঞ্জিং। তবে সব হিসেব-নিকেশ পাশে রেখে হামজার সঙ্গে ফ্রেম বন্দী হওয়া কিংবা তার সঙ্গে একটি মুহূর্তের সাক্ষী হতে উন্মুখ ভারতীয়রা।
এর আগে হামজার সঙ্গে দেখা করতে টিম হোটেলেও ভীড় করেন স্থানীয় সমর্থকরা।