শিরোনাম
◈ তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার: সাকিব আল হাসান ◈ ৩০ টাকা কেজিতে দিনে চার টন চাল বিক্রি করবে সরকার ◈ দুই অতিরিক্ত ডিআইজি ও ১৭ পুলিশ সুপারকে বদলি ◈ তামিমকে নিয়ে মাশরাফির আবেগী পোস্ট, তোর কাছে যাইতে পারলাম না ভাডি ◈ ৪১ একর কার্গোভেহিকেলে আন্তর্জাতিক বন্দরে রুপ পেল বেনাপোল বন্দর ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তার জোরদার, ছিনতাইকারীসহ গ্রেফতার ২১১ ◈ সহযোদ্ধা তামিমকে হাসপাতালে রেখে সেঞ্চুরি করে  মোহামেডানকে জেতালেন মিরাজ ◈ তামিম সুস্থতা কামনা করে তিওয়ারি, মালিঙ্গা ও যুবরাজদের বার্তা, তোমাকে জিততেই হবে বন্ধু’ ◈ এই দেশটা আমার বাপের শুধু নয়, সবার বাপের দেশ : মির্জা আব্বাস ◈ রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সৌদি আরবে ৫ লাখ রিয়ালের ক্রিকেট টুর্নামেন্ট, আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করছে এক ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টের। যেখানে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন ৬৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল। প্রায় ৫ লাখ রিয়াল বাজেটের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল এবং এতে প্রতিযোগিতা করবে মোট ১৬টি দল।

টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে যাচ্ছেন হেলিকপ্টার বাবলু, কিং শুক্কুর, ডিজে রনি সহ ৫০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ। পাকিস্তান থেকে অংশ নেবেন তৈমুর মির্জা, জহির কালিয়া, খুররম চাকওয়াল সহ ১৬ জন তারকা ক্রিকেটার।

টুর্নামেন্টে ঢাকা কিংস, চট্টগ্রাম জায়ান্টস, বরিশাল বাদশাহস, কুমিল্লা স্টারস, খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার্স, সিলেট স্টার স্পোর্টস বাদেও আরও ১০তি দল অংশ নেবে। - সময়নিউজ

টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পাবে এই গাড়ি পুরস্কার। এছাড়াও থাকবে নগদ অর্থ ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।

টুর্নামেন্টের উদ্যোক্তারা ইতোমধ্যে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন, যেখানে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সৌদি আরবে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাড়ানোই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
সৌদি আরবে বসবাসরত ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্ট ঘিরে বেশ উচ্ছ্বসিত। আয়োজকরা আশাবাদী, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং এটি সৌদিতে প্রবাসীদের অন্যতম প্রধান ক্রীড়া আসরে পরিণত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়