শিরোনাম
◈ বিশ্বকাপ বাছাই, অনেক কষ্টে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা ◈ ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আ.লীগ: মোহাম্মদ এ আরাফাত ◈ ৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ◈ হামজা চৌধুরী আমাদের জন্য হুমকি: ভারতীয় কোচ ◈ ঐক্যবদ্ধ হচ্ছে সব রাজনৈতিক দল: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোড়ালো হচ্ছে ◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দল হারলেও মন খারাপ করেন না, সবাইকে ভালোবাসেন শাহরুখ খান: সুনিল নারিন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার সুনিল নারিন লম্বা সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। গত বছর দলটির হয়ে জিতেছেন শিরোপাও। দুদিন পর নামবেন দলের হয়ে নিজের ত্রয়োদশ আইপিএল খেলতে। এর আগে ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানকে প্রশংসায় ভাসালেন ক্যারিবীয় এই স্পিনার।  

২০১২ সাল থেকে কলকাতার হয়ে খেলা নারিন খুব ভালো করেই চেনেন নিজের দলের মালিককে। স্টেডিয়ামে হাজির থেকে ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদের যেভাবে প্রেরণা দিয়ে থাকেন। তারই বর্ণনা দিয়েছেন নারিন। হারের পরও ক্রিকেটারদের ওপর রাগ-ক্ষোভ না ঝেড়ে তাদের স্বাধীনতা দিয়ে থাকেন বলিউডের এই সুপারস্টার। এমনটাই জানান নারিন।

ওয়েস্ট ইন্ডিজের এই বোলার বলেন, প্রথমত, যেভাবে তিনি সবার সঙ্গে কথা বলে, তাতেই মনে হয় তিনি মাটির মানুষ। দ্বিতীয়ত, দলের সবাইকে ভালবাসেন তিনি। তার থেকে ভাল মালিক আর হয় না। তৃতীয়ত, নিজের মতো ক্রিকেট খেলায় সব রকম স্বাধীনতা দেন তিনি। চতুর্থত, জিতি-হারি বা ড্র করি, শাহরুখের প্রতিক্রিয়া একই রকম দেখি সবসময়। 

এ পর্যন্ত কলকাতার হয়ে ১৭৭ ম্যাচ খেলেছেন নারিন। নিয়েছেন ১৮০টি উইকেট। ব্যাট হাতেও অনেক অবদান রয়েছে তারা। লম্বা সময় ধরে দলের হয়ে পারফর্ম করা এই তারকা কলকাতাকে নিজের পরিবারই মনে করেন। তিনি বলেন, আবার এখানে ফিরে ভালো লাগছে। কলকাতায় আসতে সব সময় ভালোবাসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়