স্পোর্টস ডেস্ক : কোন ফুটবলার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে সবচেয়ে বেশি বেতন পান? এই প্রশ্নটাই যেনো ফুটবল বিশ্বে ঘুরপাক খাচ্ছে। এই লিগটিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস।
সর্বোচ্চ বেতন পাওয়াদের সেরা পাঁচের মধ্যে ইন্টার মায়ামির দুই তারকা আছেন। একজন মেসি, অন্যজন ইন্টার মায়ামিতে মেসির পর সবচেয়ে বেশি বেতন পান সার্জিও বুসকেটস। গোল ডটকমের তথ্যানুযায়ী, তার বেতনের পরিমাণ সপ্তাহে ১ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার, বছরে ৮৭ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। সুয়ারেজের বেতন প্রতি সপ্তাহে ২৮ হাজার ডলার।
মেসি প্রতি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার, বছরে ১ কোটি ৫৭ লাখ ডলার। মেজর লিগ সকারে সর্বোচ্চ বেতন পাওয়ার হিসাবে এরপরই আছেন টরন্টো এফসির লরেঞ্জ ইনসিনিয়ে। তিনি প্রতি সপ্তাহে পান ২ লাখ ৯৬ হাজার ডলার, এরপরই বুসকেটস।
তিনে আবার টরন্টো এফসি, দলটির ইতালিয়ান ফুটবলার ফেদেরিকো বারনারদেস্কির পেছনে খরচ ১ লাখ ২১ হাজার ডলার। নিউইর্য়ক রেড বুলস এমিল ফোর্সবার্গকে প্রতি সপ্তাহে দেয় ১ লাখ ১৬ হাজার ডলার।