শিরোনাম
◈ ৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও সজিবের প্রাণ বাঁচাতে পারল না পরিবার ◈ পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে পাঁচজন নিহত, আশঙ্কাজনক ২ ◈ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ◈ এবার জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল ◈ সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ ◈ পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ১৯৬ কর্মকর্তা ◈ রাজধানীতে ৪ কিশোরীসহ ধর্ষণের শিকার পাঁচজন একদিনে ঢাকা মেডিকেলে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে মেসি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার  ◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে পুতুলের মিথ্যা তথ্য, দুদকের মামলা ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৭৪, মামলা ৭০

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান, সালমান ও প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকে

স্পোর্টস ডেস্ক : আগামী শনিবার (২২ মার্চ) মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। কলকাতার ইডেন গার্ডেনে হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, ম্যাচের আগে অনুষ্ঠিত হবে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় তারকা অভিনেতা, খেলোয়াড়সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। টাইমস অব ইন্ডিয়া

আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে। বলিউড কিং শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন- ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও।

লিগ কর্তৃপক্ষ আগেই জানিয়েছ, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন। উল্লেখ্য, ৬৫ দিনব্যাপী এই আসরের মেগা ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের অষ্টাদশ আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়