শিরোনাম
◈ কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার ◈ ১৪০০ ডাকাত আতঙ্ক মহাসড়কে! ◈ কলকাতায় ভুয়া নথিতে পাসপোর্ট তৈরির অভিযোগ ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে ◈ বাহাত্তরে মুজিব-ইন্দিরা চুক্তি ঘিরে যে বিতর্ক রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল ◈ আগামী ২৬ মার্চ আর্জেন্টিনা - ব্রাজিল মহারণ, খেলবেন না মেসি ও নেইমার ◈ আমি এই পদক্ষেপকে সমর্থন করেছি এবং আমি প্রতিশ্রুতি দিয়েছি, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত: জেলেনস্কি ◈ খিলক্ষেতের ঘটনায় দুই মামলা, আসামি ৫ হাজার ◈ এমবাপ্পের স্বপ্ন রিয়াল মাদ্রিদকে প্রথম ট্রেবল জেতানোর  ◈ তুলসী গ্যাবার্ডের বক্তব্য, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোথায় দাঁড়িয়ে? ◈ প্রথমবারের মতো অন্তর্ভুক্তিমূলক নববর্ষ উদযাপনের উদ্যোগ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মজিদের সেঞ্চুরিতে প্রথম জয়ের দেখা পেলো রূপগঞ্জ 

স্পোর্টস ডেস্ক : পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে দারুণ এক জয় পেলো রূপগঞ্জ। নাটকীয় এই জয়ে শতক হাকালেন আব্দুল মজিদ। প্রথমে ব্যাট করে পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেওয়া ২২৪ রানের লক্ষ্য ছুঁতে রূপগঞ্জ টাইগার্সের শেষ ৬ বলে দরকার ছিল ১০ রান। ওপেনিংয়ে নেমে দলকে শুরু থেকে লড়াইয়ে রাখা আব্দুল মজিদ ব্যাটিং করছিলেন ৯২ রানে। তার সেঞ্চুরির অপেক্ষা। 

শুরুর ৫ বলে কোনো বাউন্ডারি আসেনি। মজিদ কেবল একটি ডাবলস নিতে পেরেছিলেন। এছাড়া ফয়সাল স্ট্রাইক রোটেট করতে পারছিলেন। শেষ বলে রূপগঞ্জের জয়ের জন্য দরকার ছিল ৩ রান। মজিদের অপেক্ষা ৪ রানের। পারটেক্সের পেসার তৌফিকের শর্ট বল উইকেট থেকে সরে ফাইন লেগের ফাঁকা জায়গা দিয়ে চার মেরে দুই সমীকরণ মিলিয়ে ফেলেন মজিদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার নবম সেঞ্চুরি। টানা পাঁচ হারের পর রূপগঞ্জ টাইগার্স পায় প্রথম জয়ের স্বাদ। পারটেক্সকে তারা হারিয়েছে ৪ উইকেটে।

তাদের জয়ের নায়ক মজিদ ১২৩ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন শতরানের ইনিংসটি। এছাড়া তিনে নামা আসাদুল্লাহ গালিব ৮০ বলে ৫০ করেন ৪ চার ও ১ ছক্কায়। শেষ দিকে আরিফুলের ৩০ বলে ৩৪ রানের ইনিংসে রূপগঞ্জের জয়ের কাজটা তুলনামূলক সহজ হয়ে যায়। বাকি কাজটা সারেন সেঞ্চুরিয়ান মজিদ।

পারটেক্সের হয়ে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন আহরার আমিন। ১ উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু, তানভীর হোসেন ও জাওয়াদ রোয়েন।

এর আগে পারটেক্সের ব্যাটিং শুরুটা বেশ ভালো ছিল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ৯৮ রানের জুটি গড়েন ২৩ ওভারে। জয়রাজ শেখ ৫৪ ও রুবেল মিয়া ৫২ রান করেন। কিন্তু তারা সাজঘরে ফেরার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। ১২৫ রান যোগ করতেই গুটিয়ে যায় তারা। রান পাননি অধিনায়ক সাব্বির রহমান। ৭ বলে করেন ২ রান। জাওয়াদ ২৩ ও রাকিব ২৬ রান যোগ করায় তাদের রান দুইশ পেরিয়ে যায়।

রূপগঞ্জের বোলিংয়ের সেরা ছিলেন স্পিনার আল-আমিন জুনিয়র। ২.৫ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া ৩ উইকেট পেয়েছেন আরেক স্পিনার মাহমুদুল হাসানও। ৪৬ রানে তিনি ৩ উইকেট পান। লিগে প্রথম ম্যাচ জয়ের পর টাকা পাঁচ হারের তিক্ত স্বাদ পেল সাব্বির রহমানের পারটেক্স। অন্যদিকে পাঁচ হারের পর ষষ্ঠ রাউন্ডে জয়ের খাতা খুলল রূপগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়