শিরোনাম
◈ ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে: তারেক রহমান ◈ গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ ভ্যাটের রসিদ নিলে লাখ টাকা জেতার সুযোগ: এনবিআর চেয়ারম্যান ◈ বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত: নিক্কেই এশিয়ার রিপোর্ট ◈ দেশের আরও তিনটি কারখানা পেল পরিবেশবান্ধব সনদ ◈ দেশ কঠিন সময় অতিক্রম করছে: মির্জা ফখরুল ◈ ঈদের আগে মুক্তি মিললো ভারতে পাচারে ২১ শিশু ◈ দরজায় অটোলক ব্যবহারসহ ঈদে নিরাপত্তা নিশ্চিতে ১৪ নির্দেশনা ডিএমপির ◈ দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম ◈ লামিনে ইয়ামাল প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে স্পেনের হয়ে ম্যাচ খেলবেন 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মাশরাফির পোষ্ট, শুভ কামনা হামজা, শুভ কামনা বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী নিজ দেশে এসেছেন বাংলাদেশ দলের হয়ে  খেলতে। দেশের খেলাধুলা ভক্তরা অপেক্ষায় আছেন হামজার খেলা দেখার।  বাংলাদেদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রাজনৈতিক পটপরিবর্তনের কারণে রয়েছেন আড়ালে। 

তবে দেশের খোঁজ রাখছেন ঠিকই। হামজা চৌধুরী দেশে আসায় উচ্ছ্বসিত তিনিও। হামজাকে স্বাগত জানিয়ে নিজের ফেসবুকে ছোটবেলার স্মৃতি রোমন্থন করলেন বাংলাদেশের নড়াইল এক্সপ্রেসখ্যাত এই সাবেক তারকা।  তিনি লিখেন, বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরি! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে। 

ইপিএল থেকে এখানে এসে খেলা বাংলাদেশের জন্য বড় পাওয়া বলে মনে করেন মাশরাফি, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা। 

প্রিমিয়ার লিগ থেকে আসায় হামজার প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তবে এসেই যে সব পরিবর্তন করে ফেলবেন ব্যাপারটি তেমন না। এটি অবশ্য মনে করেন মাশরাফিও। তবে দেশের ফুটবল সংস্কৃতিতে পরিবর্তনের ছোঁয়া যেন লাগে, এই প্রত্যাশা রয়েছে সাবেক এই অধিনায়কের।  

মাশরাফি বলেন, ‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে। 

বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়